ইদুর : ইদুরের প্রজনন হার অনেক বেশি, মাত্র ২টি ইদুর ১৮ মাসে ১০ লাখ পর্যন্ত আত্মীয়-স্বজন বানিয়ে ফেলতে সক্ষম
নীলতিমি : প্রাণিজগতে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীলতিমি। এর শব্দের মাত্রা ১৮৮ ডেসিবেল। নীল তিমির ডাক ৮০০ কিলোমিটার দুর থেকেও শোনা যায়
শুধুই কি ঘোড়া? : শুধু ঘোড়া নয়, গরুও দাঁড়িয়ে ঘুমায়।
আর্কটিক জেলি ফিশ : দৈত্যাকার আর্কটিক জেলিফিশের কর্ষিকা ১১৮ ফুট পর্যন্ত লম্বা হয়
লোকাস্ট : লোকাস্ট এর পায়ের পেশী ঠিক একই ওজনের মানুষের পেশির তুলনা ১ হাজার গুণ বেশি শক্তিশালী
সদা চঞ্চল হামিংবার্ড : হামিংবার্ড খুবই চটপটে ও চঞ্চল। কোনোরকমম ভারসাম্য না হারিয়েই এই পাখি সাবলীলভাবে পেছনের দিকেও উড়তে পারে
গণ্ডার : গণ্ডারের শিং কিন্তু হাঁড় নয়, এটা এক ধরনের জটিল গঠনের চুল বটে
হাঙ্গরের ডিম কত বড়! : পৃথিবীতে সবচেয়ে বড় ডিম পাড়ে কোন প্রাণী? হাঙ্গর বললে বিশ্বাস হবে তো!
সাপ : সাপ কিন্তু চোখ বন্ধ করেও দেখতে পায়। নেত্রপল্লব ব্যবহারা করে এরা দেখতে পায়
Source: Somewheinblog
0 Comments